#মন্দের জোর
চুপ থাকাটাই ভালো এখন চলছে মন্দের জোর,
ভালো মানুষ লোক আড়ালে খারাপ করে শোর।
হারাম আয়ে আলোর ঝলক
হালাল ব্যয়ে আঁধার মড়ক,
বেঁচে থাকাই যুদ্ধ রত সামনে গভীর ঘোর।
#দেউলিয়া...
দেউলিয়া আজ মানবতা আউলিয়ার এই দেশে,
ভালোর মুখোশ পরে ওরা লুটছে অবশেষে।
বদলে পোশাক সাধু সাজে
ভেতরে সেই লোকটা বাজে,
ভালোর উপর মন্দ যে রাজ করছে ভালোর বেশে।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ কার্তিক ১৪৩০, ০৭ নভেম্বর ২০২৩