#মুখোশ
আমার মাঝে নইতো আমি শুধুই একা,
মুখোশ আড়াল অন্য মানুষ যায় না দেখা।
পাগল সাজে অবুঝ এই মন যেমন ঝাঁকা,
সুখের নামে দুঃখের বেড়ি জীবন বাঁকা।

#দুঃখগুলো সস্তা
সুখ যখন হয় সোনার হরিণ দুঃখ তাইতো সস্তা,
কান্নার জলে সাগর গড়ে কষ্টে ভরে বস্তা।

#দুঃখ দিনের স্মৃতি
অনেক সময় সুখেও হয় দুঃখ দিনের স্মৃতি,
কান্নার শেষে সুখের হাসি দুঃখ দিনের ইতি।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ-কবি মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) মহোদয়'কে।