#মোহ-মায়া
এই মোহ-মায়ার বন্ধনে না পাওয়ার ক্রন্দনে,
যোগ-বিয়োগের জীবন জুড়ে আকাঙ্ক্ষা নন্দনে।
পাপ আর পুণ্য ভালো-মন্দ
সারা জীবন চলবে দ্বন্দ্ব,
খুঁজতে হবে আলোর মিছিল ছেড়ে সকল বন্ধনে।

#শব্দ খেলা
শব্দ খেলায় কেউ হেরে যায় আবার কেউ যে জিতে,
গায়ের জোরে বললে কথা যুক্তি মরে ফ্রি তে।
আস্তে বলা কথার ও গুণ
যুক্তি দিলে আসবে ফাগুন,
ভালোবাসায় যায় করা যায় সব কে আপন হিতে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ আশ্বিন ১৪৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ-কবি শরীফ এমদাদ হোসেন মহোদয়'কে।