যাঁর কারণে সৃষ্টি ভুবন তিঁনিই আমার রাসুল,
আকাশগঙ্গা ছায়াপথ সব মুহাম্মাদ (সাঃ) তার মূল।
এই আকাশ আর জমিন কভু
করতো না তা সৃষ্টি  প্রভু,
'আশরাফুল মাখলুকাত' মানুষ দেয় না সঠিক মাসুল।

বৃহস্পতিবার, দাম্মাম সৌদিআরব,
০৩ কার্তিক ১৪৩০, ১৯ অক্টোবর ২০২৩