অসত লোকের দাপট যখন উঠে যায় যে শীর্ষে,
সৎ মানুষের ভঙ্গুর দশা খাচ্ছে যে মার বিশ্বে।
অযোগ্যদের কবলে আজ যোগ্যের নড়ে ভীত,
ভালোরা সব ভুলের খাতায় মন্দের বাজে গীত।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ভাদ্র ১৪৩০, ০২ সেপ্টেম্বর ২০২৩
কবি- মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) মহাশয় কে উৎসর্গ ।