#মিথ্যের জোর
মিথ্যের জোরে সত্য যে আজ হেরে যাচ্ছে রোজ
এতো মন্দের ভিড়ে ভালোর কেউ রাখে না খোঁজ।
সত্য এখন বলতে মানা গোসসা গ্রামের লোক,
এতো দেখেও চুপ থাকাটাই বড্ড বড় শোক।
#দুঃখ ভোগে
ভালো লোকের দুঃখ হাজার মন্দের ভাগে সুখ
বিপদ দূরে মন্দেরই বাস ভালো ভোগে দুখ।
বিদ্যা পাঠে বিদ্যা শেখে চুরি শেখে কোনখানে?
চুরি বিদ্যার কারখানা দেশ; ভালোরা যায় বানে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ভাদ্র ১৪৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩