সত্য বলা নিষেধ এখন মিথ্যের চলে দিন,
মন্দ মানুষ মহা সুখে - ভালোর শুধুই ঋণ।
সুখ থাকেনা তাদের ভাগে
দুঃখ - কষ্ট - কান্না আগে,
তবু জীবন চলছে মানুষ অনেক কিছু বিন।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১২ আশ্বিন ১৪৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩