#মিথ্যের লড়াই
একটি মিথ্যে করতে সত্য হাজার বলো তাই,
এতো বেশি বলার পরে মিথ্যেতেই সত্য পাই।
হাজার লোকের মুখের বুলি
মিথ্যে তবু ভাবায় খুলি,
সত্য ছেড়ে মিথ্যের পিছে ছুটে চলে যাই।

#আড়াল করতে
পাপ কে আড়াল করতে গিয়ে বাড়ছে আরো পাপ,
সত্য একটা ডাকতে নিয়ে মিথ্যের জোরে বাপ।
সাদা-কালো এই ব্যবধান
মন্দ থেকে হয় পরিত্রাণ,
পূর্ণ কাজে জীবন সাজে পেতে পারো মাফ।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩