ভুল মানুষের ধরে হাতে চলছে একই সাথে,
মিথ্যের জোরে সত্য মরে সস্তায় দিনে-রাতে।
শুভ বুদ্ধির হয়নি উদয়
সীল মারাই রইলো হৃদয়,
আঁধার বুকে মিথ্যে সুখে কাটলো অজুহাতে।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব
১১ পৌষ ১৪৩০, ২৬ ডিসেম্বর ২০২৩