#মিথ্যেই জিতে
হারার ভয়ে সত্য লড়ে মিথ্যে জোরেই জিতে,
দুঃখ ভাগে সত্য আগে কষ্ট শুধুই দিতে।
যায় হেরে যায় দিবা-নিশি
পথ ভুলে সে হারায় দিশি,
আঁধার র'বেই জীবন যে তার দুর্গতি রয় ফ্রিতে।

#প্রতিঘাতে
যাচ্ছে হেরে মিথ্যের কাছে সত্য যে রোজ রাতে,
সত্য পথে কেউ র'বে না মিথ্যের লাখো সাথে।
সাক্ষী হাজার মিথ্যে রাজার
সত্য সাজা'র দুঃখ বাজার,
কান্নার ভাগে ধৈর্য সয়ে মরছে প্রতি ঘাতে।

#মিথ্যে করে বরণ
সত্য যদি বলতে গিয়ে আসে তোমার মরণ,
ইতিহাসে চিরদিনই করবে সবাই স্মরণ।
দুই দিনের এই জীবন বায়ু
বৃথাই যাবে দামী আয়ু,
চুপ থাকো যব সত্য মেরে মিথ্যে করে বরণ।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ কার্তিক ১৪৩০, ০৭ নভেম্বর ২০২৩