কোমল যে তার মনের কথা মুখের কথা মিঠা
নজর যে তার মোহনীয় ভালোবাসার মিতা ।
চিনি অনেক 'মধু অল্প তাতেই মিঠা লাগে
গুপ্ত প্রেমের সুপ্ত ছোঁয়া মনের মাঝে জাগে ।
অল্পতে মন ভরে উঠে বেশিতে বিতৃষ্ণা
অমৃত চাই না বেশি একটুতেই মিটে তৃষ্ণা ।
প্রেমে যেমন সুখ আছে ঠিক তেমনি থাকে দুঃখ
দু'টুই পাওয়ার ক্ষমতা যার হাসি থাকে তার মুখ ।
অনুপমা তোমায় দেখে মুগ্ধ নয়ন যুগল
ডুব দিয়েছি প্রেম সাগরে হয়েছি যে পাগল ।
ও যার বুকটা খালি শূন্য থাকে দিবা-নিশি কাঁদে
ভালোবাসার কাঙাল যে সে পরে বারে-বারে ফাঁদে ।
২৭ এপ্রিল ২০১৯