#মিছেই বড়াই
মানুষ তুমি কিসের জোরে করছো এতো বড়াই?
কি লোভে কি পাওয়ার আশায় লড়ছ শুধুই লড়াই।
এক মিনিটের নেই ভরসা
যাচ্ছে সময় খুব তরসা,
খাওয়ার সময় পাবে না তো ভরাই র'বে কড়াই।

#সৃজন ভুবন
সৃষ্টা তুমি সৃষ্টি তোমার মুগ্ধ দেখে নয়ন,
অপরূপে সৃজন ভুবন সবই তাঁর উপায়ন।
ক্ষুদ্র জীবন পরীক্ষাতে-
হিসেব হবে আখেরাতে,
সময় শেষে চলে যাবে হবে না নবায়ন।

বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩