দেখতে মানুষ চেহারাতেই ভেতরটা তার কালো
মন জুড়ে তার ঘৃণাই থাকে নেইতো কোন আলো ।
অন্যের ভালো সয়না মনে জ্বলে কারো সুখে
অট্ট হাসি আসে মনে দেখলে কাউকে দুখে ।
ভালো কারো করবে না সে দেবে মন্দেরই খবর
জিন্দা তোমায় মাটি দেবে মরার আগেই কবর ।
বিশ্বাস তোমার রাখবেনা সে নিশ্চয় দেবে ধোঁকা
লুট করে সব নিঃস্ব করে হবে তুমি বোকা।
ঠোঁটের কোণে রাখবে হাসি মিলাবে যে হাত
সুযোগ পেলেই ভাঙ্গবে বাসা করবে কুপোকাত ।
দাম্মাম, সৌদিআরব, মঙ্গলবার
২৪ শ্রাবণ ১৪৩০, ০৮ আগস্ট ২০২৩