দেখতে মানুষ চেহারা তে জ্বলে নূরের ছবি,
ভেতর টা তার আঁধার কালো ধূসর করে রবি।
মুখোশ আড়াল অন্য যে এক
বাস্তবতায় ভিন্নতা দেখ,
মানুষ নামের যন্ত্র টা আজ বেদনারই ছায়াছবি।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৯ ভাদ্র ১৪৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৩