মুখোশের আড়ালে মানুষ এক একটা যে ফানুস
দেখতে দারুণ মনোরম সে নেই একটুও তো হুঁশ।
এক জীবনের যতো কামাই নাম-ডাক আর যশ খ্যাতি,
বন্ধ হলেই দমের গাড়ি হবে জীবন ইতি।
যখন তোমার ডাক পড়িবে চলে যেতে হবে,
শূন্য কায়া মিছে মায়া খালি হাতে র'বে।
একা এসে একা যাবে সঙ্গে না কেউ র'বে,
শ্বাস যতো দিন আপন পাবে না হয় দূরে সবে।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩