#মান-অভিমান
যার কারণে সুখের আবাস তারেই গেছো ভুলে,
তার আসারই পাওনি আভাস? আসো ফিরে কূলে।
ভুলে সকল মান-অভিমান
কান পেতে শোনো তার বয়ান,
ভালোবাসায় খোরাই ধরে বুকে রেখো তুলে।

#ছড়াবো না হাত
ভেঙ্গে যখন যাবো যে সব তোমার প্রিয় খেলাঘর,
একটু দূরেই করুণ সুরে শোনবে আমার গলার স্বর।
ভয় পেয়ো না সুজন সখি
করবো তোমার চিরসুখী,
ছাড়বো না হাত যতোই আঘাত হউক না যতোই গড়বড়।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৬ কার্তিক ১৪৩০, ০১ নভেম্বর ২০২৩