#আপন বাড়ি
খেলার ছলে বেলা শেষে থামবে জীবন গাড়ি,
বাজবে না সুর জীবন গানের ছিঁড়বে বাঁধন নাড়ি।
মিথ্যে হবে ক্ষমতা সব-
তুচ্ছ র'বে চুপ কলরব,
যেতে হবে সবাই ফিরে পাবেই আপন বাড়ি।

#মাখলুকাত আশারাফুল
এক প্রেমেতেই সৃষ্টি জগৎ সৃষ্টি মানব কুল,
স্বর্গ ধামে জন্ম দামে - হারালো সে কূল।
সৃষ্টি সেরা দৃষ্টি বেড়া মাখলুকাত আশরাফুল,
মানবতা ভুলে মান+হুঁশ করছে হাজার ভুল।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৫ আশ্বিন ১৪৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৩