আঙ্গুল দিলে ধরবে যে হাত হাত দিলে গলায়,
সুযোগ পেলেই উঠবে কাঁধে নামাবে তলায়।
স্বার্থ টানে বাপের নামে
মাকে বেচে সস্তা দামে,
লোভের ঘড়া ভরেই শুধুই/তারা ভার বাড়ে ধরায়।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩