#ভালোবাসো যারে...
হয়না মন্দ প্রেম কখনো প্রেমিকই দেয় ধোঁকা,
প্রেমের জলে ডুবে ভুলে হচ্ছে যে সে বোকা।
ভালোবাসার হয়না যে হার প্রেমিক যুগল হারে,
অমর প্রেমের মর্ম বাণী চারিদিকে বাড়ে।
যারে তুমি ভালোবাসো ধরতে জীবন বাজি
সব ছেড়ে তার জীবন সঙ্গী হতে আছো রাজী।
#প্রেম-বিরহ
পড়লে মনে প্রিয়ার কথা জেগে উঠে ব্যথা,
বিরহবোধ উতরে জানান ভুলে যাও তার কথা।
প্রেমময় জীবন ব্যথার আগুন দিলো সে ভরে,
ভীষণ ভাবে দুঃখ জাগে কেমনে ফিরি ঘরে।
প্রেম-বিরহের কথাগুলো পড়লে মনে মন কাঁদে,
কী সুধা সে পান করেছে শূন্যতে যায় ঘর বাঁধে।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
২৫ ভাদ্র ১৪৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৩