#কবিতার মতো প্রেম
কবিতার মতো প্রেমের বাণী হয়না তো সে রাণী,
সবার মাঝে করতে বিরাজ ঘাঁটি গেড়ে রাজধানী।
মিষ্টি করে বলা কথা
অনেক সময় দেয় যে ব্যথা,
ছলনা ময় জীবন তাদের অতি তুচ্ছ এক প্রাণী।
#কান্নারা সব
কেমন থাকি তুমি বিনে মন খারাপের দিনে,
আঁধার কালো জীবন যখন সবচে বেশি ঋণে।
দুঃখ আসে ঊর্ধ্ব শোরে-
সুখের দিনে গভীর ঘোরে,
কান্নারা সব এক মিছিলে আসছে প্রতি ক্ষণে।
বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩