#মুখোশে আড়ালে
ঠিক গুলো সব বেঠিক হয়ে ভুলে আপন পথ
নিয়মের কাঁটায় অনিয়ম চলছে জীবন রথ ।
ভুল মানুষে আপন মিশে
ভালো-মন্দ একই দিশে,
ভালোর মুখোশে খারাপ আজ দেয় যে মতামত।

#জীবন অনন্য
অল্প কথায় বিস্তর গল্প গুলো অনন্য,
রয় বাকী রয় হাজার কথা জীবন সামান্য।
বেঁধে দেয়া সময় খেলা
হেলায়-ফেলায় কাটে বেলা,
স্বপ্ন শতো ঘুমেই মরে মানুষ নগণ্য।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ভাদ্র ১৪৩০, ০২ সেপ্টেম্বর ২০২৩