#কান্না ছাড়া হাসি বৃথা
সুখ যদি প্রেম শুধুই পেতে দুঃখ কিছু পাবে,
বিনা দুঃখে সুখের কি দাম বিফলেই যাবে।
কান্না ছাড়া হাসি বৃথা
সুখ আর দুঃখ যেনো মিতা,
যোগ বিয়োগের খেলা শেষে; মিষ্টান্ন খাবে।

#তোমায় ভাবি
যখন তুমি ডুবে ছিলো আঁধার কালো ঘোরে,
একটু আশার হাত বাড়িয়ে আনলাম আলোর শোরে।
দিলাম সুখ নামের ঐ পাখি
বিনিময় তার দিলে ফাঁকি,
তোমার কথাই তবু ভাবি সন্ধ্যা সকাল ভোরে।

#তোমার দেখায়
শুধুই সুখের কান্না তুমি আর বেদনা-বিধুর,
একটু দেখা হাতের ছোঁয়া পরম মিষ্টি মধুর।
প্রেম যমুনায় ডুবে তোমার
কুল-মান হারায় পথিক আমার,
তোমার দেখায় জীবন যেনো হাসি নব বধূর।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০৭ আশ্বিন ১৪৩০, ২২ সেপ্টেম্বর ২০২৩