#সম্পর্ক
মানুষ তুমি ভাবছো কি আজ-
পকেট যখন হবে ছিদ্র সম্পর্ক হয়ে যায় ছিন্ন ।

#এক জীবনের কাব্য
এক জীবনের কাব্য কথা এক জীবনের ব্যথা,
মানব জীবন ভোগের তো নয়; ত্যাগেই থাকবে মাথা।

#অসীম দিন
অসীম দিনের কাছে যাবো মৃত্যুই চরম সত্য
ডাকছে আমায় কবর দেশে রোজ সত্তর বার নিত্য।

#রঙ্গের খেলা
দুই দিনের এই রঙ্গের খেলায় কাটছে বেলা হেলা-ফেলা
রং পোড়ালে ঢঙের ফানুস বুঝবে মানুষ কেমন ঠেলা।

#জীবন তরি
হাতে ধরি পায়ে ধরি পার করো খেয়া তরি
জনম যুদ্ধে মানব শুদ্ধে সুন্দর জীবন গড়ি।

#যেমন জীবন
যেমন জীবন সাজাও তুমি তেমন পাবে ফল
মন্দের সাজা দুঃখ ভালো কাম যায়না বিফল।

#মিষ্টি প্রেমের কাব্য
মিষ্টি প্রেমের নিটোল কাব্য হউনা শতো বাধা
প্রিয়তি ফিরবে ঠিকই শেষ- পাবে ফিরে রাধা ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ভাদ্র ১৪৩০, ৩১ আগস্ট ২০২৩