কূন পাইয়া কূন
আকাশগঙ্গা ছায়াপথ এই বিশাল নভোমণ্ডল
সৃষ্টির এক অপরূপ বাহার দণ্ডায়মান টলমল।
'কূন পাইয়া কূন' সৃষ্টি ধরা
এক বলাতে ই সবার মরা,
স্রষ্টার সৃষ্টি মুগ্ধ জাহান গবেষণার দল ।

অবিনশ্বর
নশ্বর পৃথিবীতে কেউ নয় অবিনশ্বর ভুলে যায় মন,
সময় খেলা জীবন বেলা মৃত্যুই এক সত্য চিরন্তন।
আজকে শাবক কালকে যুবক
প্রস্থানেই শূন্য পূরণ ছবক,
সাজাতে আগামী তোদের দিচ্ছে বলিদান এই জীবন।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২০ ভাদ্র ১৪৩০, ০৪ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ কবি- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) মহোদয়কে।