কতোটা আর সুখে কিবা কতোটা আর দুঃখে?
চলছে জীবন জীবনের পথ কাটছে ধুকে-ধুকে।
যখন সময় থমকে দাঁড়ায়
অন্তত পথ হাত যে বাড়ায়,
পারবে না তো রাখতে ধরে আগলে রেখে বুকে।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ ভাদ্র ১৪৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৩
উৎসর্গ- কবি সুপ্রিয়া চৌধুরী'কে।