#কতো জীবন
কথারা সব চুপসে যে যায় দেখে যখন দুঃখ,
সুখে থাকার এই যে লড়াই সুখে থাকাই মুখ্য ।
কতো টুকু কাঁদলে তবে!
এক জীবনে সুখী হবে?
কতো জীবন যাচ্ছে কেটে সময় অনেক সূক্ষ্ণ ।
#সব-ই দেবো
যদি চাও কেড়ে নিতে সুখ নামের ঐ পাখি,
ছেড়ে যেতে চাও যদি দুঃখ দিয়ে সব ফাঁকি।
দেবো না বাধা কোনো সাজা
নেবো না রাধা যেনো বাজা,
সব দেবো যা আমার আছে রইবে না আর বাকী।
বাজা - বাদিত হওয়া, আঘাত লাগা।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৩ কার্তিক ১৪৩০, ০৮ নভেম্বর ২০২৩