মলিন যে তার বদনখানি গুপ্ত মনের ব্যথা,
হাজার আঘাত জীবন ব্যাঘাত সুপ্ত থাকে কথা।
জীবন যেমন কঠিন সময়
দোলনা থেকে কবরও ময়,
বেলা শেষে মানব ভাসে ঘুর পাকে আজ মাথা।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২০২৩

অর্থ-
গুপ্ত -রক্ষিত; গুঢ়. অদৃশ্য, লুক্কায়িত, অলক্ষিত, সংবৃত।
ব্যাঘাত- বিঘ্ন, প্রতবিন্ধ।
সুপ্ত -নিদ্রিত, ঘুমিয়ে আছে এমন।