#কোথায় তুমি থাকো?
খুব পড়ছে মনে সারা ক্ষণে কোথায় তুমি থাকো?
ভুল করে কী ভুলে গেছো মনে কী আর রাখো?
ভাবনা তোমার কাটছে বেলা
প্রেমের নামে খেলছ খেলা,
সুখ পাবেনা এই জীবনে - যদি ধোঁকায় মাখো।

#ভালোবাসার অভিনয়
তিল কে করে তালের সমান তাল কে করে তিল,
ভালোবাসার অভিনয়ে ভাঙ্গলো কতো দিল।
এই আছি তো এই থাকি না
রাখি মনে এই রাখি না,
এমন করে হয়না যে প্রেম আসবে শুধুই বিল।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ভাদ্র ১৪৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩