এক কানা কয় অন্য কানা ভালো করে দেখ,
বোবা মানুষ হাজার বলে হউক না ভাষার বেগ।
কুঁজো লোকটা সেও বলে সোজা হয়ে চল,
বধির যিনি ভাবেন উনি তার কথা-ই দল।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৭ কার্তিক ১৪৩০, ২৩ অক্টোবর ২০২৩