দেখেছি যা মেনেছি তা বাকী নয় সব মিছে
সময় হলে দেখতে পেলে দুঃখ আবার কিসে ?
দু'চোখে যা দেখছো তুমি
দেখিনি সেই জীবন আমি"
তোমার-আমার এই দেখাতে যাবে যে সব মিশে ।
মানো কিছু আবার তুমি কিছু মানো না
দেখে কিছু অদেখারই করছো বাহানা ।
"নিজের মতো সাজাও যতো
যেমনি চাও নয় তো ততো"
চলছে ভুবন তেমন করেই তা কি জানো না ।
আড়াল থেকে কেউ যে একটা নাড়ছে কলকাঠি
সূর্য উঠে চন্দ্র জ্বলে সবুজ জন্মায় মাটি ।
"এক নিয়মেই চলছে ভুবন
আকাশ-পাতাল সাগর আর বন"
মানছে সবই বিধান এক-ই যেমন পরিপাটি ।
যার হাতে এই সৃষ্টি ভুবন তিনিই পরম পিতা
তার ইশারায় চলে সবই সব কিছু তার মিতা ।
"আমরা শুধুই খেলার পুতুল-
- সৃষ্টি ! ক্ষমতা অপ্রতুল"
গর্ব করে খর্ব করি মিঠা লাগে তিতা ।
তিনিই সকল বিধি আবার সকল বিধানদাতা
তাঁর ইশারায় চলে জগৎ তিনিই সকল ত্রাতা।
"আদি থেকে অন্ত তিনিই
সকল সৃষ্টির স্রষ্টা যিনি"
এক অদ্বিতীয় তিনি নেই মাতা পিতা ভ্রাতা ।
১৭ জুলাই ২০১৯