কাবাডি বা হাডুডু এই জাতির জাতীয় খেলা,
উঠবে কতো জাগবে যতো থামতেই যায় সব বেলা।
নিজের হারে দুঃখ হীতে
কষ্ট বেশি অন্যের জিতে,
যার ক্ষমতা যতো বেশি সবখানেতেই তার ঠেলা।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২২ কার্তিক ১৪৩০, ০৭ নভেম্বর ২০২৩