#ঘেও ঘেও
প্রতিবাদের ভাষার অভাব বলার নাই যে কেউ,
যার হাতে দেশ চোরের বেশে মন্দ পথে সেও।
ভূত ধরেছে সব সেক্টরে-
দেশ আজ সংকটে ফ্যাক্টরে,
মুক্তি কোথায় অভাগা দেশ! চার দিকে ঘেও-ঘেও।
#স ম তা
প্রতিবাদী এক মিছিলে মুক্তি তবেই আসবে,
গণতন্ত্রের নিশান উড়ে মুক্ত স্বদেশ হাসবে।
অধিকার সব এক সমতা
দেশ মাতার-ই এক মমতা,
ধনী-গরীব এক ক্ষমতায় মিলে-মিশে বাঁচবে।
#ক্ষমতার দাপট
প্রতিবাদের শক্তি কোথায় নিঃস্ব যদি হই,
ক্ষমতার ঐ দাপটে আজ চুপটি করে রই।
গায়ের জোরে দেশ যে চলে
কথার মোহে মানুষ ভুলে,
অধিকার হীন সভ্য সমাজ গণতন্ত্রের মই।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১১ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩