#ধ্যানে
কেটে যাবে এই যে আঁধার আসবে নতুন ভোর,
থেমে যাবে মন্দ সবে করবে না আর শোর।
বইবে শুধুই সুখের বাতাস
রইবে না আর হতাশ-হুতাশ,
ভালোর ধ্যানে সফল প্রাণে থাকবে না আর ঘোর।
#খোলা মাঠে...
ভাবনাগুলো মরছে যে রোজ অনিয়মের ঘাটে,
নিয়মগুলো বেমানান আজ অপরাধের পাঠে।
জোর আছে যার সবগুলো তার
দুর্বল শুধুই খাচ্ছে যে মার,
একাই র'বে জীবন যুদ্ধে শূন্য খোলা মাঠে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩