#খোঁজবে না কেউ
চলে যাবো অনেক দূরে কোন এক ভোরে,
থাকবো না আর কোন সমাগম কিবা শোরে।
এই কোলাহল ব্যস্ত নগর
ভুলে সবাই করবে যে পর,
খোঁজবে না কেউ কোন দিনও চেনা ঘরের দোরে।

#এক পলকে...
এক সেকেন্ডে বদলে যে যায় সম্পর্ক এক পলকে,
কে আপন আর কে যে বা পর যায়না বোঝা চমকে।
মনের মানুষ থাকলে দূরে
গান উঠে না প্রিয় সুরে,
তারেই খোঁজে বারে-বারে আঁধার আলোর ঝলকে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৬ কার্তিক ১৪৩০, ০১ নভেম্বর ২০২৩