প্রেম বলো আর জীবন বলো সব কিছুই এক খেলা
বাড়ছে জীবন ঋণে, এমন করেই কাটছে বেলা ।
সাগর দেখো নদী দেখো মিলছে সে এক মোহনায়
তেমন করেই ভাঙ্গছে জীবন সত্য-মিথ্যে ছলনায়।
প্রেম যদি হয় সত্য খাঁটি ভাঙ্গেনা তা কভু
সহায় থাকে সর্ব লোকে সহায় থাকে প্রভু ।
২৩ এপ্রিল ২০১৯