#কেউ তোমাকে ভালবাসুক
কেউ তোমাকে ভালবাসুক আমার চেয়ে বেশি,
দুঃখগুলো দূর করে সব সুখের রাশি-রাশি।
ভাবুক তোমায় দিবা-নিশি
রাখুক মনের বদলে রাশি,
তার মনে মন সঁপে দিয়ে তারেই ভালোবাসি।

#কাটবে আঁধার
মাঝ পথে হাত ছেড়ে দিয়ে ধরলে অন্যের হাত,
সুখেই কাটে জীবন তোমার অন্য রকম রাত।
ভুলে গিয়ে সুখের স্মৃতি
করলে তুমি আমায় ইতি,
কাটবে আঁধার আমার যতো হবেই যে প্রভাত।

#খোঁজে নিও
খোঁজে নিও সুখের নিবাস যখন আমি থাকবো না,
অস্ত পারের সন্ধ্যা তারায় তোমার খবর রাখবো না।
ভুলে যেও গত স্মৃতি
সম্পর্ক সব করে ইতি,
নতুন করে জীবন গড়ে; মন্দ আমি ভাববো না।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩