#কারফিউ
প্রতিবাদের ভাষার উপর চলছে এখন কারফিউ,
সুশীল সমাজ গভীর ঘুমে বাকিরা খুঁজছে ভিউ।
চুপ থাকে সব মন্দ দেখে
অন্ধ বিবেক কুলুপ মেখে,
বিলীন হচ্ছে সোনার খনি; দেশকে কবর না দিও!

#এবং মানুষ?
এক আঙুলের ভরসা পেলে ধরবে মানুষ হাত,
সুখের সঙ্গের সঙ্গী র'বে দেয় না দুঃখে সাথ।
ষোল আনাই নিজের ধরে
সুযোগ বুঝে কেটে পরে,
কেমন করে বুঝবো বলো ভালো-মন্দের তফাত?

রবিবার, দামামা, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩