মনের ব্যথা মনেই জমা দুঃখ বুকের কোণে,
কান্নারা আজ এক মিছিলে- কষ্টগুলো গুণে।
সুখের নামে দুঃখের দেখা
আঁধার কালোয় জীবন রেখা,
হাসতে গিয়ে অশ্রুসিক্ত; বাঁচা ভাগ্যগুণে।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২০২৩