#কাল কিসনে দেখা'
'কাল কিসনে দেখা' কেমন কঠিন হবে যে কী হাল,
চোর দের সাজা হবেই একদিন হবে যে সব বেহাল।
শক্তি জোরে মধু চাটো
বিবেক পচে হচ্ছো ছোট,
অবশেষে সব হারাবে ভাগ্যাকাশে আকাল।

#আগাম পথে
প্রতিবাদের শব্দরা আজ এক হয়েছে মোটে,
গণতন্ত্র ভোটাধিকার এবার যদি জোটে।
বাংলায় আমার দুর্দশা ঢের
আসবে আলো সাজাতে ফের,
ফুলে-ফলে হাসবে স্বদেশ আগাম পথে ছুটে।

#ফাঁ কি
আর কয়টা দিন এইতো বাকী মিটবে সকল ফাঁকি,
হবেই প্রকাশ মন্দ তোমার রাখবে কতো ঢাকি।
দাপটে সব বলছো হালাল
তোমার সন্তান আদর দুলাল,
সময় তোমার যাচ্ছে দ্রুত আর নেই বেশি বাকী।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১১ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩