#কাঁদবে শুধুই
হাত যদি দাও ধরতে তুমি উঠবে তোমার মাথায়,
বসতে দিলে শোয়ে যাবে করবে দখল কথায়।
সব কেঁড়ে সে চলে যাবে
একা তুমি নিজকে পাবে,
শূন্য করে জীবন তোমার; কাঁদবে শুধুই ব্যথায়।
#স্মৃতি__
চলে যখন যাবে তুমি করবেনা কেউ স্মরণ,
শুধু যে এক কাঁদবে মানুষ হবে হৃদয় ক্ষরণ।
যার) সকাল-বিকেল ছিলে তুমি
তার) মনে মন বেঁধে ছিলে দামী,
রাখবে না কেউ স্মৃতি ধরে হবে যখন মরণ।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
১৮ কার্তিক ১৪৩০, ০৩ নভেম্বর ২০২৩