বিরহের আগুনে পুঁড়ে হয় প্রেম খাঁটি
বিনা মেঘে ফলেনা ফলন জমিন শুধু মাটি ।
পূর্ণ জীবন হয়নি কভু দুঃখ বীনা
কান্না ছাড়া হয়না চোখ জল পিনা।
স্মৃতি! স্মৃতি সেতো কাঁদায় হাসায়
কভু ডুবায় ভালোবাসায়,
সুখ-দুঃখ, কান্না হাসি মিলে-মিশে
চোখের জলে ভাসায়।
১৯ নভেম্বর ২০১৭