লক্ষণ
এইতো কেয়ামতের লক্ষণ অযোগ্য হাত ভক্ষণ,
সব জানা লোক বন্ধ যে মুখ অজানায় শোর ক্ষণ।
নিরুপায়
জীবনের কথাগুলো আজ বড় অসহায়,
স্মৃতিময় ব্যথারা কান্নার সুরে নিরুপায়।
মানবতার কথা বলা
মানবতার কথা বলা লোক গুলো আজ হয়েছে খারাপ,
লোভের মায়ায় ক্রোধের ছায়ায় আগুনে দেয় ঝাঁপ।
শেষ জামানা
শেষ জামানায় এসে গেছি ধরণী বাকী অল্প,
ভালো কাজে মন্দ বাজে সুখ গুলো আজ গল্প।
মিলন
প্রেম মিলনে হয়না মশহুর বিয়োগে ইতিহাস,
দুই দিনে সব হারায় প্রেমের মিষ্টি যতো বিহাস।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ ভাদ্র ১৪৩০, ০৭ সেপ্টেম্বর ২০২৩