#দিনাতিপাত
কবিতার মতো হয়না জীবন মসলিন মোড়ানো,
শতো আঘাত প্রতি ঘাতে দুঃখ-সুখ কান্না জড়ানো।
ইট-পাথরের মতোই জীবন
নদী-সাগর বা বন বাদাড়,
দুঃখ খেলা সুখের বেলা; অতীত পেছনে দাঁড়ানো।

#জয়-পরাজয়
হেরে গেলে থেমে গেলে হবেই পরাজয়,
ঘুরে দাঁড়ায় যে সৈনিকে হবে না তার ক্ষয়।
জয়-পরাজয় জীবন অংশ
খেলার আগে হারলে ধ্বংস,
সুন্দর জীবন সাজবে তখন; শেষ অবধি জয়।

রবিবার, দাম্মাম সৌদিআরব,
৩০ আশ্বিন ১৪৩০, ১৫ অক্টোবর ২০২৩

বন বাদাড় - ঝোপজঙ্গল।