মুখের বুলি শান্তি যে চাই
অন্তরে তার ঘৃণা
ঠোঁটের কোণে হাসির ঝলক;
মেকি হাসি কিনা ?
লোক দেখানো শান্ত মানুষ
ভেতরটা তার আগুন
হাওয়ার তালে বদল ধরে
যখন যা চায় ফাগুন ।
আপন যারা তাদের তরে
পরকে করে পর
ফুলে সাজায় আপন ভুবন;
জ্বলে কারো ঘর ।
নিজকে নিয়েই মেতে থাকে
মরুক অন্য জন
পাথর সম মন যে তাহার
কাঁদে না তো মন ।
যুদ্ধ-যুদ্ধ খেলায় মেতে
অশান্তির এই ভুবন,
ফুল গুলো আজ রক্তে মিশে
ভুলে শান্তির স্বপন !
শনিবার
০১ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ২০১৯