আধখানা চাঁদ গগনে আর আধখানা মেঘ আড়ালে,
ভালোবাসার সখি তুমি দূরে কেনো দাঁড়ালে?
আধা প্রেমে আছি বাঁধা আধা মনের গোপনে,
নিত্য তোমায় মিশে আছি এক তোমারই স্বপনে।
হতে দু'জন দু'জনে লীন ভুলে গিয়ে ধরণী
থাকবো পাশে কাছাকাছি করতে তোমায় ঘরনী।
হাতে রেখে হাতটি তোমার হতে যে চাই বৃদ্ধ,
সোনালী দিন সুখের ভেলায় হয়ে যাবো শুদ্ধ।
এক জীবনে চাই না কিছু তোমায় পেলেই ধন্য,
তুমি-আমি এক পৃথিবী জীবন পরিপূর্ণ।


দাম্মাম, সৌদিআরব
৩০ আষাঢ় ১৪৩০, ১৪ জুলাই ২০২৩