বুকের মাঝে ব্যথার সাগর চোখে জলের জোয়ার
জলে-জলে খেলা করে সুখ দেখায় যে আবার ।
সুখের গাড়ী খুঁজে বাড়ী খুঁজে যে তার ঠিকানা
দুঃখ সেতো অকারণে মিশে কেনো অজানা ।
জানার মাঝেই সুখের চাবি খুঁজে স্বর্গ মিলে
বিনা চাওয়ায় কিছুই তো নেই দুঃখ শুধু দিলে ।
ব্যথা বুকে অশ্রু চোখে পথো চেয়ে থাকা
গোপন কথা মনেই গোপন কেনো বলো রাখা ?
হলে প্রকাশ মুক্ত আকাশ হাসি চারিধার
সুখের দেখা বদলে রেখা এইতো জীবন পাড় ।
৩০ শ্রাবণ ১৪২৬, ১৫ আগস্ট ২০১৯