#টানছে জীবন গ্লানি
রোজ সকালেই বিকেল মতো টানছে জীবন গ্লানি,
জন্ম নিলেই মরতে হবে আছে যতো প্রাণী।
জীবন একটা পরীক্ষার মাঠ
ভালো-মন্দে সাফল্যের পাঠ,
মুক্তি তোমার আখেরাতে আল-কোরআনের বাণী।
#আগন্তুক
যা গেছে তার সোনালী দিন স্মৃতির আয়নার অমলিন,
ক্লান্ত পথিক আগন্তুক আজ ধরা ধামে সে মলিন।
ক্ষুদ্র জীবন তুচ্ছ ভুবন
পর সকলে কেউ নয় আপন,
খেলার বেশে বেলা শেষে হচ্ছে জীবন হবে লীন।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২০২৩