এই জীবনের সুখগুলো আজ দুঃখের ভারে নোয়ে
দুঃখ নদী দেবো পাড়ি সুখগুলো কি খোয়ে?
কষ্ট শেষে সুখের দেখা দুঃখ শেষে হাসি,
কান্না শেষে মধুর মিলন তাইতো ভালোবাসি ।
ফুটবে যে ফুল গন্ধ দেবে অঙ্কুরে যে মরে,
ঘ্রাণ দিয়ে সে বিলীন হবে ডাস্টবিনে শেষ পরে ।
সুখ দিয়ে যে সাজায় সংসার সেই যে থাকে দুঃখে,
সারা জীবন কষ্ট করে- রয়না কারো বুকে।
বেলা শেষে ঘরে ফেরা এক জীবনের কামাই,
হিসেব কষে শূন্য বসে ক্লান্ত জীবন থামাই ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৯ শ্রাবণ ১৪৩০, ১৩ আগস্ট ২০২৩