#যে জীবন...
যে জীবন তোর প্রেমের জন্য সেই জীবনে ব্যথা,
থাকবে শুধুই সুখের নহর এমন তো নয় কথা।
কান্না-হাসি কাছা-কাছি
সুখ আর দুঃখ পাশা-পাশি,
জীবন নামের খেলা গাড়ি- পায় না খুঁজে মাথা।
#আতশবাজি
প্রেমের জন্য ঘর ছেড়েছ ধরে জীবন বাজি,
তোমার প্রেমের ছোঁয়া পেতে হাজার আসতে রাজি।
দুই দিনের এই রং তামাশা
নয় তো তা ভালোবাসা,
এতো সহজ নয়তো জীবন যেমন আতশবাজি।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩