মন্দরা সব জোট বেঁধেছে ভালোর যাবজ্জীবন,
স্বাধীনতার স্বাদ যে ওরা লুটছে তো আজীবন।

দ্রুত গতি হচ্ছে ধনী চেটে কিছু লোক,
ধীরেই চলাই জীবন এখন খেটে থাকছে শোক।

মানুষগুলোই বদলে গিয়ে দুনিয়ার দিচ্ছি দোষ,
অর্থ সকল মন্দের জোগান হয়না কাজ বিনা ঘুষ ।

জেগে উঠো বীর বাঙ্গালী ডাকছে তোমায় আগামী,
আনতে সূর্য নতুন আলোয় নব বাংলা জাগানী।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ কার্তিক ১৪৩০, ০৪ নভেম্বর ২০২৩